কাপড়ের যত্ন

🌸 যেকোন উজ্জল রঙা কাপড় (নীল,রাণী গোলাপি / মেজেন্টা, মেরুণ, লাল, কমলা, বেগুণী) অন্য কাপড় এর সাথে একসাথে ভেজানো যাবেনা।
🌺 এবার আসি আমাদের ন্যাচারাল ডাই কলমকারি/বাগড়ু কাপড় ধোয়ার নিয়ম-
১ গজ পরিমাণ কাপড়ের জন্য আধ বালতি নরমাল টেম্পারেচার পানিতে ১.৫ টেবিল চামচ লবণ মিশিয়ে ভিজিয়ে রাখুন। (কাপড়ের পরিমাণ অনুযায়ী পানি ও লবণের পরিমাণ বাড়বে)
* কাপড় দীর্ঘক্ষন ভিজিয়ে রাখা যাবে না।
* রঙ উঠলেও কাপড় ফেড হবেনা,বরং রঙ পাকা হবে।
* বারান্দায় ছায়ায় উল্টো করে শুকাতে দিন, কড়া রোদে শুকাবেন না।
* শুকানোর পরে উল্টো সাইড আয়রন করবেন।
* পরবর্তী প্রতি ওয়াশে লিকুইড ডিটারজেন্ট/শ্যাম্পুতে ভিজিয়ে ধুয়ে ফেলবেন।
 
ভেজিটেবল ডাই- ইন্ডিগো কাপড় ওয়াশঃ
১. ঠান্ডা পানিতে ইন্ডিগো কাপড় ওয়াশ করতে হবে।
২. অন্য কোন কাপড়ের সাথে ইন্ডিগো কাপড় ভেজানো যাবে না।
৩. মাইল্ড ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে।
৪. কাপড় দীর্ঘক্ষন ভিজিয়ে রাখা যাবে না।
৫. কাপড় রাব করা বা চিপড়ানো যাবে না।
৬. প্রথম কয়েক ওয়াশে ইন্ডিগো কাপড়ে রঙ বের হবে, এটা নরমাল।
৭. কয়েক ওয়াশের পর রঙ যাওয়া বন্ধ হবে।
৮. কাপড় এর উজ্জ্বলতা ধরে রাখতে, হালকা মাড় ও নীল ব্যবহার করতে পারেন।
৯. বারান্দায় ছায়ায় উল্টো করে শুকাতে দিন, কড়া রোদে শুকাবেন না।
১০. শুকানোর পরে উল্টো সাইড আয়রন করবেন।

ALL PRODUCT

"মুখোমুখি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে তো একা, তোমার আমার ফারাকের নয়া ফন্দি"

বাগড়ু কটন

বাগরু কটন হলো ভারতের রাজস্থান রাজ্যের বাগরু নামক একটি অঞ্চলের ঐতিহ্যবাহী কাপড়, যা মূলত হস্তশিল্পের মাধ্যমে প্রাকৃতিক রং এবং ব্লক প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। এটি ভারতীয় হস্তশিল্পের একটি বিশেষ অংশ এবং বিশ্বজুড়ে জনপ্রিয়।
 
বাগড়ু ভেজিটেবল ডাই এর রঙ গুলো তৈরী হয় একদম প্রাকৃতিক উপাদান থেকে। নীল রঙ আসে ইন্ডিগো(নীল গাছ) থেকে। সবুজ রঙ হয় ইন্ডিগোর সাথে ডালিমের (মেজর ডালিম নয়) রঙ মিশিয়ে। লাল রঙ আসে মঞ্জিষ্ঠা থেকে। আর হলুদ আসে প্রকৃতি থেকে পাওয়া হলুদ থেকে। 
 
বাগরু কটনের বৈশিষ্ট্য
1. হস্তশিল্পে তৈরি: বাগরু কটনের প্রতিটি ধাপ হস্তশিল্পীদের হাতের কাজ।
2. ব্লক প্রিন্টিং: কাঠের ব্লকের সাহায্যে কাপড়ে নকশা তৈরি করা হয়। এই পদ্ধতিটি “বাগরু প্রিন্টিং” নামে পরিচিত।
3. প্রাকৃতিক রং: কাপড় রঙ করতে গাছপালা, ফুল, এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান থেকে তৈরি রং ব্যবহার করা হয়।
4. স্বতন্ত্র নকশা: বাগরু কটনে সাধারণত ফুল, পাতা, এবং জ্যামিতিক ডিজাইন দেখা যায়।
5. শীতল ও আরামদায়ক: এটি সাধারণত ১০০% কটন দিয়ে তৈরি হয়, যা গরম আবহাওয়ায় আরামদায়ক।
 

ওয়ারলি আর্ট ক্লাসিক পিওর যোধপুরী কাঁথা স্টিচ কটন

টুনটুনির গল্পঃ অরিজিনাল পেদানা কলমকারি প্লেইন কটন গজ কাপড়

শীতের দিনগুলোতে বেছে নিন মধুবন্তির রাজস্থানি ও পেদানা কলমকারি